সমাজতত্ত্বে ‘Role Set’ ধারণাটি প্রথম প্রদান করেন আর. কে. মার্টন (R. K. Merton) 1957 সালে। তাঁর বর্ণনায়, “Role Set as the compliment of social rela tionship in which persons are involved because they occupy a particular social status.” তিনি আরও বলেন, একটি মর্যাদার মধ্যে শুধুমাত্র একটি ভূমিকা বর্তমান থাকে না বরং, বন্ধু এবং বিভিন্ন ভূমিকা বর্তমান থাকে। অর্থাৎ, একটি নির্দিষ্ট মর্যাদার মধ্যে যে বহু ভূমিকা বর্তমান থাকে সেই ভূমিকার একত্রিত রূপকে বলা হয় ‘Role Set’। উদাহরণ হিসেবে বলা যায়, কোনো একজন ডাক্তারের তাঁর যেমন সহকর্মীদের সঙ্গে সম্পর্ক রয়েছে তেমনি নার্স, রোগী এবং হাসপাতালের প্রশাসকের সঙ্গোও সম্পর্ক রয়েছে। এক্ষেত্রে একজন ডাত্তারকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভূমিকা পালন করতে হয়। কোনো একটি মর্যাদার অন্তর্ভুক্ত সকল ভূমিকার সমন্বয় হল ‘Role Set’ বা ‘ভূমিকা নির্ধারণ’।