সামাজিক আদর্শ বা নীতিবোধ কোনো সমাজেই পূর্ব থেকে লিখিত থাকে না। বাতি মানুষের পারস্পরিক সম্পর্কের ওপর ভিত্তি করে এটি গড়ে ওঠে। শৃঙ্খলাব্য সমাজ ব্যবস্থা গঠনের ক্ষেত্রে সামাজিক আদর্শের গুরুত্বপূর্ণ অবদান লক্ষ করা যায়। সমাজব্যবস্থার নীতি বা আদর্শ না থাকলে মানুষের গোষ্ঠীবদ্ধ জীবনে বিশৃঙ্খলা দেখা দিত। সেই দিক থেকে সামাজিক আদর্শ সমাজব্যবস্থায় অনুশাসনের কাজ করে, ব্যক্তিমানুষকে নৈতিক মূল্যবোধের শিক্ষা দেয়। সামাজিক আদর্শের মধ্য দিয়েই ব্যক্তির মানসিকতা ও মনোভাব প্রভাবিত হয়।ব্যপ্তি সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে সামাজিক আদর্শগুলিকে রপ্ত করে।