টীকা লেখো: সামাজিক মূল্যবোধ।

সামাজিক মূল্যবোধ

আধুনিক সমাজবিজ্ঞানীগণ সামাজিক আদর্শের আলোচনার পাশাপাশি সামাজিক মূল্যবোধের আলোচনার ওপর বিশেষ গুরুত্ব দেন। মূল্যবোধের মধ্য দিয়ে একজন মানুষ যুক্তিবাদী জীবে পরিণত হয়। ব্যক্তি সাংস্কৃতিক আদর্শের দ্বারা সমাজের ব্যক্তিবর্গের মনোভাব, প্রয়োজন, বঞ্চিত বস্তুর যৌক্তিকতা, নান্দনিক ও নীতিগত প্রাসঙ্গিকতা যাচাই করতে পারে। পাশাপাশি মূল্যবোধের দ্বারা গোষ্ঠীর সদস্যদের আচার-ব্যবহার নিয়ন্ত্রিত হয় এবং সমাজ ব্যবস্থায় ব্যক্তি সঠিক পথে নিজেকে পরিচালিত করতে পারে।

আরো পড়ুন.

টীকা লেখো: সামাজিক মূল্যবোধ।

টীকা লেখো: সামাজিক আদর্শ বা নীতিবোধ।

টীকা লেখো: অর্জিত মর্যাদা।

সমাজতত্ত্ব কি মূল্যমান নিরপেক্ষ?

সমাজতত্ত্ব কি একটি বিজ্ঞান?  

সংক্ষিপ্ত টীকা লেখো: সমন্বয়ী বা সংশ্লেষিক মতবাদ।

সংক্ষিপ্ত টীকা লেখো: বিশেষীকৃত বা প্রথাগত মতবাদ।

সমাজতত্ত্ব কী?

টীকা লেখো: সামাজিক পরিবর্তন।

টীকা লেখো: ভূমিকা নির্ধারণ।

Leave a Comment