মনোযোগের প্রকৃতি/স্বরূপ:-
মনোযোগ হলো চেতনার একটি বিশেশ প্রক্রিয়া। কারণ আমাদের পরিবেশের সব বিষয়ে আমরা নির্বিচারে মনোযোগ দিই না জাগ্রত অবস্থায় প্রতি মুহূর্তে উদ্দীপক আমাদের ইন্দ্রিয়সমূহকে উত্তেজিত করছে। কি এদের মধ্যে খুব অল্প সংখ্যক উদ্দীপকই আমাদের চেতনার কেন্দ্রস্থলে পৌঁছতে পারে উদ্দীপকের বিশেষ কোনো বৈশিষ্ট্যই আমাদের বাধ্য করে ওই উদ্দীপকের প্রতি মনোযে দিতে। যেমন-তীব্র আলো, উচ্চ আওয়াজ ইত্যাদি।
এমন অনেক ক্ষেত্র আছে যেখানে আমরা স্বেচ্ছায় মনোযোগ দিই। আব অনেকসময় আমাদের মনোযোগ নিজের থেকেই বস্তুটির প্রতি ন্যস্ত হয়। আবার কোে ক্ষেত্রে ইচ্ছার বিরুদ্ধেও আমরা মনোযোগ দিই। সুতরাং মনোযোগ হলো প্রেষণা-সংক্রা এক ধরনের মানসিক প্রক্রিয়া, যার দ্বারা বিষয়বস্তুর উপর চেতনা সংহত করে তাঁ সম্পর্কে আমাদের ধারণাকে সুস্পষ্ট করে তোলে।